ঈদ মানে খুশি আনন্দ উৎসব উতরোল ;
ভোরের পাখির ঘুম ভাঙা উচ্ছ্বাস কলোরোল !
ঈদ মানে বহতা নদীর বুকে জল কল্লোল ;
বেলাভূমে আছড়ে পড়া সাগরের লোনা জল !
ঈদ মানে পাহাড়ের বুক ফাটা নির্ঝর ;
বৃক্ষের ঝরে পড়া শুকনো পাতার মর্মর !
ঈদ মানে বীণার ছেঁড়া তারের ঝঙ্কার ;
ঈদ মানে ফাটা ফানুসের শব্দ ফড়ফড় !
ঈদ মানে গাছের ডালে পাখির ছানার ডানা ঝাপটানো !
ঈদ মানে খুপরির ভেতর মুখ থুবরে কাতরানো !
ঈদ মানে অন্ধকারে হায়েনা শিয়ালের ডাক ;
ঈদ মানে আকাশে আকাশে শকুনের ঝাঁক !
ঈদ মানে পায়রার বুকে বেদেনীর ছোঁড়া তীর ;
ঈদ মানে কপোতীর লাল চোখে শ্বেত নীর !