হে মানুষ, যতোটুকু  প্রয়োজন তার চেয়ে
বেশি করোনাকো বৃক্ষ নিধন!


কাঠের প্রয়োজন জ্বালাতে আগুন
গৃহ আর আসবাব করতে নির্মাণ
করেনিতো কেহ বারণ তবে শর্ত-
যতটা কাটবে ততটা চারা বা বীজ করতে হবে বপন!


এ ধরণী তোমার জন্য মহান আল্লাহর সৃষ্টি!
তাঁর অনুগ্রহকে করো না অস্বীকার; করো কৃতজ্ঞতা প্রকাশ!


এখন মৌসুম ফলজ কিম্বা সবুজ
গাছের চারা বা বীজ রোপণ করার
রাস্তার পাশে পতিত জমি আর পাহাড়ের ঢালে
একটা গাছের চারা করে যাও রোপণ;
পৃথিবীটা ছেয়ে যাক সবুজে সবুজে
বাতাসে বাতাসে ভাসুক অম্লজান
জীবকুল ফুসফুস ভরে করুক  শ্বাস-প্রশ্বাস
মাঠে ঘাটে গৃহকোণে ছড়াক উচ্ছ্বাস…