ছোট্ট অরু এখন আর ছোট্টটি নয়
প্রজাপতির রঙিন ডানা মেলে
উড়ছে ইচ্ছে খুশির বাঁকে বাঁকে
আমার হাতটি ধরে মণ্ডপ থেকে মণ্ডপে
দুচোখ ভরা খুশির ঝলকে ঝলকে
দেখছে দেবী ফাঁকে ফাঁকে
বাকিটা সময় আমার চোখের তারায়
চোখ রাখে, হাতটি ছাড়ে না একটুও
একটুখানি আড়াল পেলে
নরম ঠোঁটে ঠোঁটেরা ছুঁয়ে যায় পলকে
ঝলমলে আলো আঁধারীর উল্লাসে!
মিষ্টি হাসির ফাঁকে ফাঁকে
একটু আধটু ধমক আসে আদুরে স্বরে
বেশি দুষ্টামি কর না!