স্বর্গের পরীরা সব পাখনা গুটায়ে
গিয়েছে চলে ঘুমের দেশে
শীতঘুমের প্রয়োজনে
আমাকে ফেলে একা ছেঁড়া কাঁথার নীচে!
কনকনে হিম হাওয়ার রাতে
একটু ওমের জন্য
হাত বাড়িয়ে ছিলাম
তোমার ঊষ্ণ হৃদয়ের কাছে
আর তুমি, তুমি.........
থাক.........


কুয়াশায় ভেজা অন্তরিত ছালারচটের কথা
ভেবে ভেবে একটু আগুন জ্বালাতে পারতে
খড়কুটো কিংবা পুরানো কাগজ
জড়ো করে ইট-পাথরের শহরের ফুটপাথে!


এই সবকিছু খুব খুবই ফেলনা ভেবে
তুমি চুপিসারি চলে গেলে হৃদয়হীনার মত...
আমি কিছু বলব না,  বলছি না
তুমিই পারও বটে...!