নরম পলির বুকে সবুজ গালিচায় শুয়ে সাতরঙে মনটি রাঙিয়ে
বৌয়ের রাঙা গালে চুমু খেয়ে হুক্কায় দম মেরে পা দোলাচ্ছ
আহা!কী্-যে সুখ সুখ লাগে! ওহে ব্যাটা নন্দলাল, এবার যাও-
উদীচী–অবাচী ঊষার প্রভা মেখে এসো গায় বুঝে নাও তার সুড়সুড়ি!
রূপশালি আর রুপালী ইলিশে মুগ্ধ প্রাণ কোনও তালপুকুরে নয়
মারিয়ানাট্রেঞ্চে একটা লম্বা ডুব দিয়ে সোজা চলে যাও খালিপায়ে
সাহারা অথবা গোবী মরু, সূর্যের দিকে শুধু একবার তাকিয়ে
হেঁটে এসো জীবন্ত কোনো আগ্নেয়গিরির উগরানো লাভার চারিপাশ
গলার শুষ্কতা আর ঝুলে পড়া জিহ্বা মেপে নিতে ভুল করোনা!
হিমালয় পর্বতমালা পার হয়ে তিব্বতের মালভূম ঘুরে
গঙ্গার পথ ধরে ভাসাও ডিঙ্গা অথৈ লোনা জলে; ভাসতে ভাসতে
দেখে নাও পেঙ্গুইন ডুব সাতারে কেমন খেলা করে দক্ষিণ মেরুতে,
শ্বেত ভাল্লুকের নাচ দেখতে ভুল করোনা এস্কিমোদের দেশে;
মায়া সভ্যতার দেশে আমাজানের রূপ দেখে খাইবার গিরিপথে
পা চালিয়ে কিছুটা সময়, অশোকস্তম্ভ ছুঁয়ে এসো বাছাধন
এবার সবুজ গ্রহের আসল চেহারা আর জীবনকে বুঝে নাও!