ময়ূরের পালকের মত অপরূপ অভিজাত
পালকে পালকে তার ডানা দুটো ছিল ভরা,
মেদহীন টান টান রূপ নিয়ে স্বর্গ ছেড়ে
এসেছিল বাঙলার জল কাদা ভালোবেসে!


অসূয়ার অভিশাপে সব পালক গিয়েছে ঝরে।


ভুলি নাই, ভুলি নাই
এমন পাষণ্ড কে আছে ধরায়
ভুলিতে পারে তারে!


হে মহান প্রভু, কৃপা করো-
বিমল বাতাসে ভরে দাও এই ধরা
কেটে যাক সব জরা-খরা
যেই পালক গিয়েছে ঝরে
ফিরিয়ে দাও আবার তারে!


প্রাণে প্রাণে বেজে উঠুক নতুন সুর!!