কবিতা, তোমার হাত ধরে অনেক হেঁটেছি
প্রিয় কীর্তনখোলার তীরে
বিএম কলেজ চত্বরে কাটায়েছি অনেকটা সময়
কৃষ্ণচূড়া ছায়া তলে
বগুড়া রোডের জীবনানন্দ দাশের গোলপাতা ছাউনিতে
ঢের কথার কথা বলেছি চোখে চোখ রেখে
দুর্গাসাগরের পাড়ে পাড়ে হাতে হাত রেখে
গাঢ় প্রণয়ের কথা বলেছি অনেক
এখনো অনেক বাদামের খোসা হয়তো রয়েছে
পড়ে বিবির পুকুর পাড়ে সাঁঝের আঁধারে


গাঁয়ের ছায়া গিয়েছে ভেসে গাঙ্গুরের জলে
মুঠো ভরা মেঘবতীর বৃষ্টিভেজা আর্দ্র মাটি
কবিতা, তোমার হাত ধরে আর কতটুকু পথ
চলতে পারব জানা নেই
হয়তোবা একদিন থেমে যাব, থেমে যাবে সব
শুধু ছায়াটুকু পড়ে রবে...


(দুর্গাসাগর = বড় দীঘি। বরিশালের আদি নাম চন্দ্রদ্বীপ রাজ্যের রাজা এই দীঘি খনন করেন এবং তাঁর মাতা দুর্গাবতীর নামানুসারে দুর্গাসাগর নামকরণ)