সূর্যের কোনোও দিন রাত নেই
লাটিমের মত পৃথিবীর আছে।
অদ্ভুত আলো ছায়া খেলায়
আমরাও মজে আছি বেশ
অথবা থাকতে হয়।
আমাদের বোধ কতোটুকু কাজ করে?


যেই সূর্য জেগে ওঠে পূবে
অপরিমিত প্রাণের আশ্বাস জাগায়ে
সোনা থেকে রুপার রূপের দেখা মিলে
দাঁড়ালে মধ্য গগনে অসীম তেজে,
ছোট ছোট কচুপাতা ঢলে পড়ে
তপ্ত ধুলির বুকে
সাহস কাহার এতো খোলা চোখে
তাকায় উহার পানে!
গোধূলি বেলায় ম্লান ছায়া ফেলে
চলে যায় প্রান্তরের দিকে;
আমরা বিস্ময়ে তাকায়ে থাকি
জীবনের দিকে!