হাঁড়িতে রস চাপিয়ে আগুনে আঁচ দিচ্ছো
আর শীতের আমেজটা বেশ জমিয়ে কাটাচ্ছো...
গঙ্গাচরার লালপলি দিয়ে কথার গোলতি বানিয়ে
মারব ছুঁড়ে ঠিক তোমার চোখ বরাবর
আকাশের তারার বদলে চোখে সরষেফুল দেখবে
নয়-তো কলাইলতার মাথায় বেগুনী রঙের ফুলে আকৃষ্ট হবে


যারা নেকরের মত দাঁত খিঁচে আকাশে আধুনিক হাওয়াইবাজি
ফাটাচ্ছে তাদের জন্য কাব্য করি না
যারা আরামকেদারায় বসে কতো ধানে কতো চাল
আর কলাগাছের তক্তার কথা ভাবে তাদের জন্যও না


আধপেটা মানুষ শীতে জবুথবু হয়ে পড়ে আছে
ছেঁড়া কাঁথার নীচে তাদের জন্য লিখি
তুমি আমার পাশে এসো
দেখি- লড়াই করে ওদেরকে নিয়ে বাঁচতে পারি কি-না...