হেঁটেছি কেবলই হেঁটেছি অনেকটা পথ
ঝড় শিলাবৃষ্টি খরতাপ হিম রাত
নুড়ি পাথর কাঁটাবন উপেক্ষা করে
তোমার অপরিমেয় সৌন্দর্য উপভোগ করে!
আর কতো, বলো আর কতো
এবার একটু মিনতি রাখো-
তোমার বুকটা ফাঁকা করে দাও,
ধীরপায়ে হেঁটে হেঁটে ঢুকে যাই
নিশ্চুপে তোমার বুকের গভীরে
হাঁটু দু’টো ভেঙ্গে পড়ার আগেই!