আবার তুমি আশাহত করলে
হে নারী প্রিয়দর্শিনী !


অশ্রুতপূর্ব তোমার সুকুমারী কন্ঠে
প্রত্যয় খুঁজে পেয়েছিলাম
তাই নিম্নমুখি জলের দিক থেকে
ফিরে এসে
সবুজ ঘাসের ডগায় বাসা বেঁধেছিলাম
অনেক অনেক মোহিনী মৌসুমী ফুল দিয়ে
তোমার প্রসারিত দু’হাতের
সোহাগী দশটি আঙগুলে
নিজেকে সমর্পিত করব বলে !


তুমি আবার আশাহত করলে
হে নারী !
তুমি শুদ্ধ হতে পারলেনা !
তুমি শুদ্ধ হও
হে নারী !
তুমি শুদ্ধ হ’লে –
নিম্নমুখি জল থেকে উঠে এসে
তোমাকে , শুধু তোমাকে
দেব ভালোবাসা !