সূর্যের রশ্মির ফলা আমের শরীরে
বিদ্ধ করে মধুর রসে ভরপুর করো,
হলুদ-সিঁদুরে রঙে রাঙিয়ে লোভনীয়
করো বেশ ভাল;
পাকার আগে বোটা চুত্য করো না।
তোমার ঐতিহ্যের খেতাব
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে
খড়ের চালার কাঁচা ঘর
দলা পাকিয়ে নীড় হারা করো না!
কাল আমরা মঙ্গল শোভাযাত্রা করে
নাচে-গানে কত বাদ্য বাজিয়ে
কাব্যে কাব্যে তোমাকে বরণ করেছি;
মানুষের জন্য মঙ্গলময় হয়ে এসো
হে বৈশাখ! রুদ্ররূপিণী বেশে নয়!