আহা! কাঁদ কেনো,
তোমাকে তো বলিনি বিদায়!
চৈতের রুদ্র খরায়
বাগানে ফোটেনি ফুল
শূণ্য হৃদপুট,
বিনা ফুল আসি কী করে
দুয়ারে তোমার!
মায়াবী মেঘবালা দিয়েছে ঢেলে
মিঠা জল অফুরান;
মনের দুয়ার খুলে
রঙের হাঁড়ি দাও ঢেলে নন্দিনী,
রঙে রঙে ভরে যাক
আমার পোড়া হৃদ কানন!
আমি গেয়ে যাই
বিরহী গান-
‘কী দিয়ে সাজাবো-গো বঁধু তোমায়
ফুল নাহি ফোটিল-গো
মোর বাগিচায়;
মমতার তনুখানি তব সে কী আর
শীর্ণ লতায় জড়ানো যায়...’