এ তুমি কী করলে মোহিনী!
আজ ঘাড় গুজে পড়তে পারছি না,
আঙ্গুলে চেপে কলম লিখতে পারছি না!
একটু কানের সুখ মিটাতে বুকের জ্বালা
বেড়ে যায় অনেক অনেক!
আহা! মোহিনী, তুমি এতোটা হৃদয়হীনা!
এভাবে আস্ত একটা মানুষকে অচল করে দেয় কেহ?
আমি হাঁটতে পারছি না,
দু’মুঠো অন্ন গিলতে পারছি না,
প্রিয়তমা কবিতার সাথে দেখা করতে পারছি না!
বল, এভাবে কতোটা সময়
বাঁচতে পারে মানুষ বড়ি গিলে গিলে!