হাজার বছর ধরে পথ হাঁটিতে হাঁটিতে
ক্লান্ত বিবশ মন গহীন অরণ্যে নিয়েছে ঠাঁই ,
শীতল পরশে গভীর ঘুমে আচ্ছন্ন ;
পৃথিবীর কোনো কিছু আর পারেনা দিতে যন্ত্রণা !
গাঢ়ো প্রশান্তির মাঝে কায়া হীন ছায়া
চুপে এসে বলে গেল – ‘একটু একটু
প্রেমের স্বপ্ন আছে বুঝি হৃদয়ে তোমার’ !
চোখ খুলে দেখিলাম অতিদূরে
চিতার মতন জ্বলজ্বল করে দু'টি চোখ ,
আমার চোখের রেটিনায় চোখ দু'টো গেঁথে
রেখে দিলাম অর্কাইভে জমা !
পরম শান্তিতে আমি ঘুমোতে চাই ,
জেগে উঠতে চাই না আর কোনো দিন
পৃথিবীর কোনো কষ্ট পেতে আর কষ্ট দিতে !