কাহার আঙুল যেন চুলে খেলা করে
নরম ঠোঁটের ছোঁয়া কপোলে বুলায়
আবেশে আবেশে দেহ মজে ঘুম ঘোরে।


যামিনী তমসা নাহি তখনো ফুরায়
আকাশেতে মধুচাঁদ ঝরে হেসে হেসে
আদর সোহাগে হায়! হৃদ ভরে যায়।


আদরে আদরে ভরা খোলা চোখে ভাসে
মাথাখানি মোর দেখি অবাক নয়নে
রমণীর বুকে ধরা আকুল আবেশে ।


কি তোমার পরিচয় নিতে চাই জেনে
‘আমি এক রাজকনে নাম মায়াবতী।
তোমাকে জানিতে চাহে মম এই মনে’?


নাহি কোনো পরিচয়, মানব প্রজাতি
আছি হেথা একা নাহী জীবনের গতি!