রেবতির সাথে কিছুটা নিবিড় সময় কেটেছে
আশ্বিনের রাতে ডিংগায় ভেসে ভেসে
কুলকুল নরম সুরে শুনেছি ভাসানের গান ,
হালকা আঁধার ভেঙে ছড়ালে নরম আলো
শিউলির নরম শরীর নিয়েছি দু’হাতে
তারপর সীতার আঁচলে জড়ায়ে কেটে গেল ঢের কাল
এই সব কাহিনী কথন জীবনের মউতাত ;
শাদা ধোয়ায় সীসার অস্থিত্ব পেয়ে গেছে টের
শরীর এখন , কুলকুল ভাসানের গান
শুনিবেনা আর শোনার সময় কোথায়
রেবতিরা আসিতেছে ধেয়ে পৃথিবীর দিকে
রুদ্র রূপিণী রূপে ভীষণ তেজে
সূক্ষ্মাগ্র বর্শা লয়ে হাতে
জন্ম জন্মান্তের সব সাধ মিটায়ে দিতে !