এখানে আসিনি আমি ঝিনুকের পেট কেটে মুক্তো কুড়াতে
আসিনি আমি চাঁদের শরীর থেকে জোছনা এনে পদ্য লিখতে
এসেছি আমি জীবনকে খুব খুব খুউব বেশি ভালোবেসে
তোমাদেরে, বাতাসে ভেসে বেড়ানো নোনা জলের গান শুনাতে!


ঐ ঐ ঐ গোধূলী রঙরের ভেতর কত মুখ উঠছে ভেসে
পারি না পারি না আমি তাকাতে গালভরে হেসে হেসে;
অনেক মুখ, আমার অনেক চেনা খুব বেশি আপন আপন
পারি না পারি না যেতে মিথ্যার বেসাতি করে ভালোবেসে!


ঐ সব সহজ সরল মুখগুলো এতোদিন ছিল তাকায়ে
আমার দিকে অনেক অনেক স্বপ্ন জাল বুনে নিয়ে
জীবনের মধুরতম দিনগুলোর কথা ভেবে ভেবে;
আজ আমি যেতেছি চলে তাদের স্বপ্ন জাল ছিঁড়ে দিয়ে!