চারিদিকে জল থৈ থৈ অরণ্য অভয়
মনোরম বনোভূমি মাটি তার চুমি
পরিযায়ী পাখিসব বাসা বেঁধে রয়।


গহন বনের মাঝে ছোট জলাভূমি
কিছু কিছু নালাখালা মাছে ভরপুর
ঝাঁকেঝাঁকে পাখি খুঁজে মাছ জলে নামি।


পাখিদের উড়াউড়ি সকাল দুপুর
মনোহর খেলা দেখে কেটে যায় বেলা
দিন শেষে পাখিসব খুঁজে নেয় নীড়।


রাতের আকাশে বসে চাঁদ তারা মেলা
জোছনায় ভেসে যায় গাছেদের মুখ,
বুনোফুল হাসে ফুটে গাঁথি ফুল মালা।


ফুলের সুবাসে নেশা বুজে আসে চোখ
সবুজ ঘাসের বুকে খুঁজে নেই সুখ!