জীবনের কিছুটা সময় কাটালাম
কোনো এক সাগর কিনারে
বসে ভেজা বালু তটে
কহিলাম জলজ কথা জলের সাথে
তারপর নেমে হাঁটুজলে
সাগরের কানে কানে বললাম ধীরে
হারাতে চাই তোমার বুকে
অতল জলের নীলের গহীনে...
হাসির ছলে এক ঝাপটা জল
ছিটকে পড়লো নাকেমুখে,
‘কহিল সে বিষাদের স্বরে
দেখো-নি আমার বুকে বেদনার ঢেউ
অবিরাম খেলে যায়
নিয়ে রাশি রাশি বিষফেনা,
তার চেয়ে ঢের ভালো
ফিরে যাও আপন নিলয়ে।‘
কহিলাম তারে, আমি এক যাযাবর!
‘ বেশ, তাই যদি হয়
তাহলে সকল সবুজ অরণ্য হয়ে পার
চলে যাও কোনো এক মরুভূমে
আবেশে দেখবে রোদের বাহার
খুঁজে নিও নিজেকে মাঝে উহার...’