মহা পরিদর্শক, পরিদর্শক, উপপরিদর্শক লরিভরা সিপাহী
কবিতা চিত হয়ে পড়ে আছে মহাসড়কে
কৌতূহলী জনতার নেই কোনো ভীর
পরিদর্শক সাহেব পায়ের বুট দিয়ে মাড়লেন
পাঁজরে কয়েক গুতো
ফুস্ফুস বরাবর  কয়েকটা গুলি ছুঁড়লেন
না! কোনো ফোঁস শব্দ হলোনা
অপ্রাসাঙ্গিক অঙ্গপ্রত্যাঙ্গ আর অলঙ্করণ
মাথামুণ্ড কিচ্ছু বোঝা গেলনা
পরিদর্শক হেঁকে বললেন- উপপরিদর্শক
লিখে দাও এটা স্বাভাবিক মৃত্যু,
মর্গে নেয়ার নেই কোনো প্রয়োজন;
সিপাহীগণ ঝাড়ুদিয়ে কুড়িয়ে ফেলে দাও
ওই ময়লা আধারে!