কলাবতী, তুমি ফুল দিচ্ছ-না বলে আমি কষ্ট পাই না
আমি জানি তোমার নিবিড় পরিচর্যার খুবই প্রয়োজন;
ভাল ফুল দিতে কিংবা পেতে কার সাধ কম
বোধ আছে কলাবতী, শুধু সময়ের খুউব অভাব!


তোমার লাবণ্য হারাচ্ছে বলে তুমি কাঁদছ
অথচ আমার নুন আনতে পান্তা ফুরায়...


কিছু শিশিরকণা রেখে ছিলাম মাকড়সার জালে
ভোরের লালিমা ধরার আশায়
রাতের আঁধার শেষে চেয়ে দেখি
দুরন্ত ঘোড়ার পায়ে উড়ে গেছে সব!


দুঃখ পেতে নাই কলাবতী, দুঃখ পেতে নাই!
একদিন তুমি পোয়াতি হবেই
সেইদিন পৃথিবীর সব মৃত সভ্যতা জেগে উঠবে
আকাশের ঝলমলে তারাদের সাথে...!