তুমি নির্ভুল নির্দোষ!
তুমি মহান পবিত্রতম স্বত্বা,
পবিত্রতম সমস্ত প্রশংসার অধিকারী
তোমার প্রতি কোনোও ক্ষোভ নেই
নেই কোনো অভিযোগ।
যত ক্ষোভ সে কেবল আমার প্রতি
নিজেকে মানুষ ভাবতে ঘৃণা বোধ করি!
তোমার পবিত্রবাণী নিভৃত কোণে পড়ে
গুমরে গুমরে কাঁদে গভীর আঁধারে।
জাহেলিয়াতের আঁধারে ধরণী ডুবে গেছে
আমার দম ফেলতে খুব কষ্ট হচ্ছে।
প্রভু, তোমার সাজানো সুন্দর পৃথিবীটা
আজ ভয়ঙ্কর কুৎসিততায় ভরে গেছে!
মানবতার শ্লোগান দেই,
ধর্মের ধ্বজা ধরি উঁচু করে
অথচ মানবতাকে পায়েদলে
অধর্মের কাজ করতে কাঁপন ধরে না বুকে!
জৈবিকতার কাছে মানবিক বোধ মৃত!
তোমার প্রেরিত মহাপুরুষেরা
এখন শুধু অতীত ইতিহাস...


ঈভের জন্য আদমের হৃদয় করেছিল আনচান
অথচ আজ ঈভের গর্ভে শুনি কন্যাভ্রূণের ক্রন্দন;
একদিন যেই কন্যাশিশুটি বেয়ে উঠত আমার গায়
বিড়াল ছানার মত বিগলিত হ’ত নরম আদরের ছোঁয়ায়
আজ সেই শিশুটি আমাকে দেখে আতঙ্কে পালায়
হে প্রভু! লজ্জায় আমার মাথা কেটে যায়...!


স্রষ্টার সৃষ্টি জীবের সেরা জীব হে মানুষ
আজ তোমরা কোথায়, কি তোমাদের পরিচয়?