ভূপৃষ্ঠকে মসৃণ সমতল ভাবছো বলে
দিনান্তে সূর্য হারিয়ে যায়
এবং অন্ধকারে হাতরে মরো নক্ষত্রপথ।
আকাশকে আকাশ ভাবাটা ভীষণ ভুল!
মাথা আর চোখ এক নয়।
কী অদ্ভুত! দুটো চোখই একই বস্তু দ্যাখে
তার পরও ভিন্নতা
হতে পারে স্রেফ মগজ আর মননের কাজ!
বস্তুত মৌলিক বিষয়গুলো অস্পষ্ট...
এই তোমাকেই কতোটুকু বোঝা যায়...