রাতের গভীরে আমার বিশ্বাসের কাছে আবেদন রেখে ছিলাম
ঝলমলে একটা ভোরের...

সারাটা আকাশ গুমট মেরে পড়েছিল মেঘের আড়ালে

রোগা বিকেলে মলিন সূর্য বলে গেল-
সুবর্ণ সময় এর কঙ্কাল পড়ে আছে কৃষ্ণ পাহাড়ের নীচে

ক্লান্ত পৃথিবীর ম্লান মুখ দেখি...