মেঘলা আকাশ দেখলেই অনেকের বুকে
অদৃশ্য সেতারে ঝঙ্কার বেজে ওঠে,
গুনগুন করে গানের কলি বেড়িয়ে আসে
নরম ঠোঁটের ফাকগলে;
আমার ভেতর এমনটা হয়ই না
বুকটা আমার ডুকরে ওঠে, ভেজা গলায়
বলি- মাগো, তোমার বুক থেকে ছাই রঙের
আঁচলটা খুলে ফেলে নির্মল সাদা শাড়িটা পড়ে নাও!


সূর্যের রশ্মি নেমে আসুক পৃথিবীর বুকে
মানুষের চেয়ে বৃক্ষ লতা গুল্মের খুব বেশী প্রয়োজন…