সবুজ অরণ্যের প্রান্তিক সীমানা প্রাচীরে
রক্তের ছাপ , তোমার মনে পড়ে
কত শতক সহস্র শতাব্দী হয়ে গেছে পার
পায়রার পায়ে বাঁধা শান্তির বার্তা
কেটে নিয়ে গেছে বর্বর দানব
আমরা এমন তো আশা করিনি
হেমন্তের আঘ্রাণে আঘ্রাণে বিভোর
খড়েরনীড়ে দাউ দাউ আগুন
দাবানলে ছাই হয়ে যায় অরণ্য সকল
হেলেনের ট্রয় নগরী সাত স্তর মাটির নীচে ;
উত্তপ্ত বালুর ময়দান পারি দেয় মানব সন্তান
নষ্ট সময়ে শান্তির নীড় ছেড়ে নীল সাগরের জলে
ভেলায় ভাসে নিরাপদ আশ্রয়ের সন্ধানে
এমন পৃথিবী আমরা চাইনি !
নুহু (আঃ) এর কিস্তি পাহাড়ের গায়
তবে সেই মহাপ্লাবন ছিল কোনো বিপণ্ণ বিস্ময় ?
এই পৃথিবীটা একমাত্র তোমারই সৃষ্টি ,
তোমার শান্তির ধর্ম প্রতিষ্টায় কেন এতো রক্তপাত ;
ধর্ম বর্ণ শ্রেনি গোত্র জাতি ভৌগোলিক বিভাজন
এ সবই তো তোমার কাজ হে প্রভু মহান !
তুমি মহান পবিত্রতম প্রশংসার অধিকারী
তোমার দয়া  তোমার কৃপা কামনাকরি
ফিরেয়ে দাও শান্তি মানুষের মাঝে
বিচিত্র ধরণী সাজুক আবার নতুন সাজে !