অনেকগুলো এয়ারশিপ
আকাশে ভাসছে
ক্রমে ক্রমে সবগুলো
নেমে এলো অথৈ সমুদ্র বুকে
সমুদ্র নয় কোনো অজানা
মহাসাগর, ছোট ছোট কিছু
নির্জন দ্বীপ ।
এয়ারশিপগুলো টাইটানিকের মত
বিশাল জাহাজ; অনেক লোকের
ভিড় জাহাজের ভিতর, সবাই অচেনা ।


ছাদহীন একটা কেবিন খুঁজে নিয়ে
আমরা জনাকয়েক নারীপরুষ বসলাম,
আমার পাশে বসা এক তরুণী
অচেনা অজানা তবু যেনো মনে হলো
অনেক কাল ধরে আমাদের জানাশোনা
কোনোও পুরানো প্রেমিকার মত;
অন্য সব মানুষকে উপেক্ষা করে
আমরা দু’জন নিমগ্ন আলাপনে;
আমাদের শরীরের উষ্ণতা অনুভব করে
কহিলাম তারে কবিতা শুনবে ।
সেও গভীর আবেগে বলল শোনাও !
আমি আবৃতি করে যাচ্ছি
ছন্দহীন দুই চার লাইন বর্ণমালা
সে ভীষণ অভিভূত কহিলো বেশ চমৎকার !


আমি জানি ভাঙ্গা ভাঙ্গা পঙতিমালা
আদৌ কোনও কবিতা নয়
আমাদের প্রেম আর আবেগের কাছে
উহারা হয়েগেছে মনোহর পদ্য !
এমনই হয় বুঝি ?