হেঁটে হেঁটে ঢুকে পড়ি বনের গহীনে
শীতল বাতাস দেহে পরশ বুলায়,
সবুজ পায়রা ওড়ে হরীতকী বনে।


ফুলে ফুলে ভরা ছাতিম নেশা ধরায়
হৃদয় ব্যাকুল মনোহর নানা ফুলে
নেশা ধরা মন যেন অবিরাম ধায়।


হরেকরকম পাখি ওড়ে পাখা মেলে
ঝরাপালক কুড়াই দুই হাত ভরে
পালকের নরম পরশ লাগে গালে!


বুঝি না এ মন ছুটিতেছে কার তরে
কী আছে লুকায়ে এই নিরজন বনে
খুঁজে পাবো কী পাবো কী সেই অজানারে!


বারে বারে শিহরণ জাগে এই মনে
নতুন কিছু আছে কি বনের গহীনে?