আমাদের হৃদয় হৃদয়কে অনুভব করে নেয়
আমার জন্য তুমি, তোমার জন্য আমি
নির্বাক চোখে শুধু দেখাদেখি চোখাচোখি
অপরিসীম ভালোবাসার গভীরে হারিয়ে
অগাধ বিশ্বাসের ভিত্তিমূলে দাঁড়িয়ে
তোমার সোহাগী হাতে তুলে ধরা
রহস্যময় নিষিদ্ধ ফল খেয়েছিলাম
সেটাই কী ছিল আমাদের কোনো ভুল...!


হাতে লাঠি ধরিয়ে সুবাসিত শান্তির স্বর্গচুত্য করা হলো
নির্বাসন দেয়া হলো অজানা অচেনা
পৃথিবী নামক গ্রহের ভিন্ন ভিন্ন প্রান্তে
তোমাকে হারানোর ব্যথায় তিনশ বছর
চোখের জলে বুক ভাসিয়ে বিরহ অনলে
পুড়ে পুড়ে হাজার হাজার মাইল পথ হেঁটেছি
পৃথিবীর পথে পথে শুধু তোমাকে খুঁজে পেতে
তারপর প্রভুর দয়ায় আমাদের পুনরমিলন!


আমাদের অখণ্ড ভালোবাসা আজও
পৃথিবীর পুষ্পিত উদ্যানে ফুলে ফুলে ভরা।
তোমার হৃদয়ের কাছে প্রশ্ন করে জেনে নাও
এ হৃদয় কী আজও ভালোবাসে না তোমায়...