শত শত কবি আর কবিতার হে সূতিকাগার,
তোমাকে ছালাম! ছালাম!! ছালাম!!!
বাঙালীর শোণিত ধারার ঐশর্যময়তার
হোক জয়; হ'তে থাক অনন্ত প্রবহমান...!


কী বর্ণীল সমারোহে
অধমেরে তোমার বুকে দিয়েছ ঠাঁই!
অনেক কিছু দেয়ার কথা ছিল-
পারিনি; শুধু ঋণী থেকে গেলাম!


শুধু কৃতজ্ঞতা আর ভালোবাসা
এতে কি ভরে হৃদয়?
জানি না! জানি না!!
শূন্য পেয়ালা হাতে
রয়েছি দাঁড়ায়ে হেমন্ত দুয়ারে
অন্য কোনো বসন্ত আশায়...


অলীক কিছু বাসনা নিয়ে
কতোটুকু বাঁচা যায়?
তবুওতো বাঁচে, বাঁচে নাকি
হয়তোবা, তবে কেহ কেহ...!


তোমার আর তোমাদের প্রতি রেখে গেলাম
অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসাটুকু...