যে আদম সন্তানেরা ক্ষুধার জ্বালায়
ছটফট করে মরে যায়
অপলক দেখি শুধু
কিছু বলার বা করার থাকে না!
বজ্রাঘাতে যেই মানুষটা মরে গেল
তার জন্য আমার কোনোও কষ্ট হয় না
আমার কিচ্ছু করার নাই ভেবে
খুব স্বাভাবিক ভাবে হেঁটে যাই!


খুঁজে নিয়ে কোনোও নির্জন কোণ
শুধু দু’ফোঁটা অশ্রু ঝরাই...