পলির মতন নরম হৃদয় ছিল তার
অনিন্দ্য পরমা ননিরশ্রী! কী যে কী হলো
নরম পলির হৃদয় আজ হয়ে গেল
পাললিক কঠিন শিলা আহা!


নদীর কাছে জানতে চেয়ে ছিলাম-
তোমার গভীরে কী তীব্র আগুন আছে,
পাললিক হৃদয়ের এমন পরিবর্তন
খুব বেশি আজব ব্যাপার!


নদী কহে – ‘এমন ধারা-তো জগতে বিরল;
তবে অহমী পরমার কালান্তরে হয় এমন গঠন’!


কামার-কুমার ব্যর্থ আজি সব;
হে ভাস্কর, কুঁদে কুঁদে গড়ে দাও
আমার সেই নরম হৃদয়ের মানসীর
ননির মতন অবয়বখানি!