একদম কাঁদতে শিখিনি;
শ্রাবণ মেঘের মত
জল ঝরেছে অনেক!
একবার শিরা কেটে দেখলাম
লাল রঙের তরল রক্ত ঝরছে
চোখে জল ঝরতে দেখিনি।
বিশ্বাস না হ’লে আমার
বুক অথবা গাল থেকে এক খাবলা
মাংস নিয়ে চিবিয়ে দেখতে পার
তোমার বমি আসবে
আমার চোখে জল আসবে না।
তুমি বলতেই পার
‘পাষণ্ড! পাষণ্ড!! পাষণ্ড!!!’
তাতে আমার কিচ্ছু যায় আসে না!


তুমি কি এমন একজন প্রেসিডেন্টের নাম জানো
যিনি লুঙ্গি আর গেঞ্জি পরে ঘুমান,
টেংরামাছে ডাটা-আলুর ঝোল তরকারি
দিয়ে রাতের খাবার খান;
তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা স্থাপতি অমর কবি
স্বাধীন বাঙলার প্রথম প্রেসিডেন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান!


১৫ই আগস্টের নির্মম বর্বরতা! ইতিহাস থেকে জেনে নিও...
আর জেনে নিও ঐ রাতের কুশিলব হিংস্র জানোয়ারদের নাম,
তোমার নতুন প্রজন্মের জানাটা খুব খুউব প্রয়োজন!!
আমি জানিনা স্রষ্টা ওদের চেয়েও হিংস্র কোনোও
জানোয়ার সৃষ্টি করেছেন কি না...