শব্দকে যথার্থ সাজাতে পারিনি বলে
দলাপাকানো কালো পিঁপড়ার মতন
ভেসে গেছে জোয়ারের জলে।
ওহো! তুমি তো দেখনি-
পিঁপড়াবল ভাসতে বাধভাঙ্গা জলে;
কী বিমূঢ় আমি!


আমি আসমানের কথা বলছি না
পোড়া ঘাসের জমিনের কথা বলছি...