উদীচীর হাওয়ায় ডানা মেলে
তোমাদের দেশে তোমার কাছে
এসেছি একটু ভালবাসার ওম পেতে,
একটু প্রেম-ভালবাসার উষ্ণতায়
আমাকে আমাদেরকে জড়িয়ে রাখো
শুধু ভালোবাসা দাও;
কোনও অন্ন বস্ত্র নয়
শুধু ভালবাসার ওম চাই !
খাঁচায় পুরে দুধভাত দেবে, তাও চাইনা ।
অভয় দাও গলায় ফাঁস পরিয়ে
শরবিদ্ধ করবেনা ।
কোনও দরদালান বা প্রাসাদ চাইনা
তোমার অভয় পেলে
অরণ্য আর ঝোপঝাড়ে বেঁধে নেবো বাসা
শুধু একটু ভালোবাসা
আর মায়ার বাঁধনে বেঁধে নাও !


ওভয় দাও শুধু অভয় !
তোমার অভয় পেলে
খালে বিলে ঝিলে
মেতে উঠব আমরা সখা-সখী
সহচরী চখাচখী
আনন্দ উল্লাসে জলকেলিতে,
মুখরিতো হবে চরাচর কলোকাকলিতে
মুগ্ধ করবো তোমায় কোরাশে কোরাশে !


তোমার ভালোবাসার উষ্ণতা
আর অভয় পেলে
আমাদের প্রজন্মের পর প্রজন্ম
রেখে যাবো তোমার মুগ্ধতার জন্য
এই সুন্দরতম দেশের
অভয় অরণ্যে !