অন্য প্রান্তে নারী কন্ঠে ভেসে এলো
অনন্ত গহীনের শব্দ –
‘তোমার কথা ভেবে ভেবে
আমি অস্থির হয়ে পড়ি ‘ !
চমৎকৃত হলাম বাঁকা ঠোঁটে হাসি খেলে যায়
মিথ্যে কথা এতো শ্রুতিমধুর হয় !
শীতের শেষে ফাগুনের আবেশ যেন !
হোক মিথ্যে তবুও তো ঢের সত্য
কেহ একজন ভাবে আমাকে নিয়ে ,
কোনোদিন শুনিনি এমন সুধাময়
নারীর কথন !
সে কী মোর কোনও আপন জন ;
জানিনা তাহা ছিলনা কোনোদিন
কেহ এমন
ধরা যাক ছেঁড়া কাঁথার মতন
তবুও উৎফুল্ল হৃদয় আমার !