আসছে মোমেনদের মহা উৎসব কোরবানি
উৎসবে মাতোয়ারা সব মোসলমান !
হায়রে মুসলিম সম্প্রদায়
কোরবানির মানে জানো কয় জনায় !
কেবলই কী পশু জবেহ আর তার
মাংস ভোজন এটাই কি কোরবানি ?
কোরবান মানে – তোমার সব চেয়ে
প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য
উৎসর্গ কর
এরকম বাণী এসেছিল
হযরত ইব্রাহীম ( আঃ ) এর কাছে
তখন থেকে কোরবানি প্রথা চালু হয়েছে
শুধু মোমেনদের জন্য ।
হে মানুষ , নামাজ রোজা ফরজ বাদ দিয়ে
ছুটছো কেবল সব চেয়ে উঁচু দামে মনকাড়া
মোটা তাজা গরুর পেছন
আল্লাহ্‌ তোমার কাছে এই কোরবানি
প্রত্যাশা করেন না ।
হারাম টাকায় পশু কিনে কোরবানি
এতে আল্লাহ্‌ খুশী হন না ।
হে বিত্তবান , দশ বিশটা উঁচু দামের
পশু কিনে তাকে হত্যা করার চেয়ে
কিছু অর্থ দুঃস্থকে কর দান
তাতেই খুশী আল্লাহ্‌ মেহেরবান !