কেবল সীমিত গন্ডির ভিতর
করে আসা যাওয়া,
সূর্যের মতন আকাশ জল কাঁচ
ভেদ করে যেতে পারেনা বোধ ;
মহা বিস্ময়ের কাছে বড় বিপণ্ণ সে !
তবুও বিস্ময় আমরা বোধ হীন নই !


শিলার মতন , নুড়ির মতন
অথবা ক্ষুদ্র বালুর মতন
জীবন মোদের বোধ হীন হ’লে
ঢের ভাল হ’ত ?