( কবিতাটি কবি সোমালীনিরঝরাকে উৎসর্গ করে লেখা )
ঝরনার জল বয়ে চলে
নূপুরের ছন্দে ছন্দে
বিবাগীর হৃদয় দোলে
আবেশিত হৃদয় হেঁটে যায় উদাসী ......


ঘুণেধরা শরীর পড়ে থাকে
সময়ের সীমান্তে
পোড়ামন বলে একবার দেখা
পেলে তার সেরে যেত ক্ষত ......


আকাশটা বহু দূরে
চাঁদের বাড়িও
তারারা হাসে মিটি মিটি
রাতের আঁধারে ...


কুয়াশার আড়ালে
থাকে যে লুকায়ে
দেখিতে পায় কী তারে
কেহ কোনোও জনমে ...


বিবাগী হেঁটেই চলে
বাউল বাতাসে ...