কোনো এক আঁধার , নীঃসীম আঁধার ছুঁয়েছে মোরে ;
তিলে তিলে সবটুকু চেতনা আমার গ্রাস করে !
নক্ষত্রেরা একদিন জেগেছিল আকাশের’পর ,
কালিন্দীর পোড়াদহে ডুবে ছিল চাঁদসদাগর ;
কার্তিকের কুয়াশার রাতে মেঠো ইঁদুরেরাও
চেয়েছিল আকাশের পানে এক ঘোর অন্ধকারে !
কোনো এক গাঢ়ো রূপসী নারীর মুখে দেখেছিলাম
ভোরের ফাগুনের মতন মৌন কামনার ঢেউ !
ভুল করে আমারে কোনোদিন ডেকেছিল কী কেউ ?
হয়তোবা ডেকেছিল , হয়তোবা ডেকেছিল মোরে ;
কোনো একদিন রাঙা ফাগুনে শিমুলের শাখে
কুহক কুকিলের কন্ঠে ধূসর গোধূলী রঙে !
আমিও কী জেগেছিলাম হিজল – তমালের ছায়
কোনো রাখালিয়া বাঁশের বাঁশরি হাতে লয়ে ?
হয়তোবা ছিলাম এক দিন , হয়তোবা ছিলাম !
কোমল বাসনা যেইটুকু ছিল হৃদয়ে আমার
মুঠো মুঠো করে সবই তাহারে বিলায়ে দিলাম !
কালিন্দীর পোড়াদহে ডুবে ছিল চাঁদসদাগর ,
নক্ষত্রেরা একদিন জেগেছিল আকাশের’পর ,
কোনো এক আঁধার নিঃসীম আঁধার ছুঁয়েছে মোরে !