যুগ যুগ ধরে তোমার ঐ মুখ
বাঁধিয়া রাখিব মনের মুকুরে
মাখিয়ে মনের সবটুকু মাধুরিমা !
ভালোবাসার চন্দন পরাবো কপোলে !


ঝরিবে বিভুতি তব আঁখিযুগল হ’তে ;
রহিব চাহিয়া অনিমেষ তব আঁখিপানে !
নিরারক্ত ঠোঁট তব কাঁপিবে কী থির থির
স্বপনের নিধুবনে কলি ফোটার মতন  ?


ভোরের শীতল হাওয়ার মত প্রতিদিন
গাঢ় প্রশান্তিতে আমি ছুঁয়ে যাব
তোমার অনিন্দ্য মুখ ,
কালো ডাগর আঁখি পল্লব ,
বঙ্কিম ঠোঁট এবং চিবুক !


রক্ত জবার মতন লাল টকটকে
লাল শব্দগুচ্ছ নিয়ে হাতে
তোমাকে ঘিরিয়া রচিব কথার মালা
গাঢ় নৈঃশব্দে পূজারীর মত
স্বাতী তারা জাগলে আকাশে !


হে প্রিয়া ভেনাস ,
আমার হৃদপিন্ডটা পুড়ে পুড়ে
তুমি ছড়াও বিরামহীন
নীল কস্তোরীর গন্ধ ;
বিগলিত সময়ের বহতায়
আমি চেয়ে চেয়ে দেখব অনন্তকাল
গাঢ়ো নীলাভ আভায়
নীল কস্তোরীর গন্ধ ছড়ানো
কুন্ডলিত ধুমের মাঝে
আমার প্রিয়ার মুখ !