বিষের বাঁশি লয়ে হাতে আসিনি ধরায়
আসিনি কলুষিত প্রেম বিলাতে
এসেছি অমল ধবল ভালোবাসা নিয়ে
শুদ্ধ জীবন বোধ নিয়ে মানুষের বন্ধু হ’তে !
মরা মাছির মতন হৃদয় নিয়ে যারা
স্তুতিগায় আমি তাহাদের মত নই ;
ভুল বুঝে অবজ্ঞায় ঠেলে দূরে যারা আমায়
আমি তাহাদেরও নই !
সহজ ভাষায় সহজ কথা বলে যেতে
এসেছি ধরায় সব পঙ্কিলতা ধুয়ে মুছে
সুন্দর মানবিক চেতনায় ,
অমিত সৌন্দর্যে বিমুগ্ধ হ’তে এসেছি ধরায়
মধুমক্ষি হয়ে নয় ;
ক্ষণিকের তৃষ্ণা মিটাতে আসিনি ধরায়
ভুল কেন বুঝ তুমি আমায় !
যতোটুকু আছে মোর ঘড়ায়
শুন্য করে নিয়ে যাও ;
তোমাদের বাঁকা ঠোঁট , ট্যারা চোখ
এতোটুকু কষ্ট দিতে পারবেনা আমায়
পথহারা দিশেহারা হবেনা এ কঠিন হৃদয় !