কে যে বলেছিল তোমাকে আসতে
এই কোলাহলময় পৃথিবীতে ?
এখানে দৈনন্দিন জীবন যাপন
খুব বেশী ছন্দহীন !
সেই যে নির্জন দ্বীপে ছিলে ;
ঢের ভাল ছিলে !


এই পৃথিবী এখন বৈষয়িক সব
কর্মকান্ডে আছে বড়-ই ঝঞ্ঝাটে !
নিবিড় প্রশান্তি , গাঢ় নির্জনতা
এখানে এখন খুব বেশী দুর্লভ
এখানে সুলভ শুধু জীবনের হলাহল !
দৈনন্দিন জীবন যাপন বিপণ্ণ এখন !


হে ! অথর্ব পুরুষ ,
কে যে বলেছিল তোমাকে আসতে
এই কোলাহলময় পৃথিবীতে !
এখানে বেঁচে থাকার জন্য
শান্তি চুক্তি নয় ;
যুদ্ধ !