কুচকুচে কালো প্রাণী এক খাড়া দু’টি কান
গুহার আঁধার থেকে বাড়ায়ে মাথাটি
দেখিল সে আলোর ভূবন ;
তারপর পিছুহটে ছুটে গেল
গাঢ় অন্ধকারে গুহার ভিতর ।
আলোর প্রান্তরে দেখিল কী এমন ভয়ঙ্কর
অথবা আলোর মাঝে নিজের কাছে নিজেকে
মনে হ’ল কুৎসিত কদাকার ?
জানেনা সে কিছু তার , জানিনা আমিও কিছুতার !
অন্ধকারের জীব কী কখোনো আলোয়ে
আসিতে পারে না আর ?
কানুনের শেকল পরালে তার কালো পায়
বেঁধে রাখা যায় না কী অমল আলোয়ে ?


গুহার আঁধার ছেঁড়ে উজ্জ্বল আলোয়ে
পাখিরা যেতেছে উড়ে মুক্ত ডানা মেলে ;
হে অন্ধকারের জীব , দাঁড়াও এসে আলোয়ে
সব সংকোচ সংশয় ঝেড়ে মুছে ফেলে !