আড়ি আড়ি আড়ি তোমার-ই সাথে আড়ি
সাত সমুদ্র তেরো নদী দেবো এবার পারি
ভুল করে যদি কভু আসি ফিরি
তোমার উঠোনে পেতে দিয়ো পিঁড়ি
আঁচলে ঢাকিয়া তব মুখ খানি
বাড়ায়ে হাতখানি দিয়ো এক ঘড়া পানি
মিটায়ে জনম জনম এর পিপাসা
হৃদয়ে থাকিবে না আর কোনোও আশা
সবুজ ঘাসের বুকে শুকনো পাতার
মর্মর ধ্বনি তুলি চলে যাব আবার
অনন্তের পথে মুছে সব গ্লানি
দেখিব-না আর তব মুখখানি !