সুরের বাঁধনে বাঁধতে বলোনা
                      একটি গানের-কলি ;            
ফাগুনের রঙে আঁকতে বলোনা
                      নিয়ে রঙ-তুলি !
সুরের বাঁধন সা নি ধা পা মা
                      আর-তো বাঁধেনা ;
শিমুল পলাশের রঙ    
                      হয়ে গেছে অজানা !
যতো সুর বাঁধা ছিল এই মনে
সব সুর বেঁধে দিয়েছি বৈশাখী ঝড়ে ,
যতো রঙ মাখাছিল এই মনে
সব রঙ মেখে দিয়েছি মেঘ-মেদুরে !
সুরের বাঁধনে বাঁধতে বলনা
                    একটি গানের-কলি ;
ফাগুনের রঙে আঁকতে বলোনা
                    নিয়ে রঙ-তুলি !
সুরের বাঁধন সা নি ধা পা মা
                    আর-তো বাঁধেনা ,
শিমুল পলাশের রঙ
                     হয়ে গেছে অজানা !