ভুলে যেতে চাই তোমাকে আমাকে ,
ভুলে যেতে চাই দূর অতীত কিংবা চলমান সময়কে ;
তবুওতো তুমি আমি বর্তমান , সময়ও যে অনন্ত ..... !
আমরা নিত্য রূপান্তরিত হচ্ছি
কোনোও এক ঘৃণিত জীবে !
আমাদের প্রেম ভালোবাসা
কর্পুরের মত উবে যাচ্ছে ,
মানবিক চেতনাবোধ লুপ্ত হচ্ছে !
মানবতা দলিত মথিত হচ্ছে
আমাদেরি পদ তলে ;
আমরা মানুষ এই দাবী
আজকে প্রশ্নের মুখোমুখি !
আমাদের রক্ত কালিতে রূপান্তরিত ,
আমাদের কলম কেবল কথা বলে ;
কী কথা বলে এবং কাহাকে
আমরা শুনি কাহার বাণী !
স্রষ্টার বাণী উপেক্ষা করে
রচি নব নব বাণী
উহা কেহ শুনিতে না পায়
কিংবা শুনিতে না চায়
জৈবীক স্বার্থের প্রয়োজনে
কানা–কালা-মূক হয়ে যায়
তবুও কী প্রয়োজন ফুরায় ;
ফুরায় না কী !
আহা ! রক্ত গঙ্গা বয়ে যায় ;
নবজাতক ভেসে যায় রুধির ধারায় !
তবুও মানুষ আমরা পৌরুষ হীন
ক্ষয়িত গণিকার মতন  ঘৃণিত !
সূর্য মেঘের আড়াল হয় ,
চাঁদ-তারা নিভে যায় ;
তুমি আমি পড়ে থাকি
সময়ের কোলে ঘোর অন্ধকারে !