ফুল নয় কাঁটার আঁচরে
সহজ ভাষায় বলে গেলে তুমি –
‘কবি তোমার কোনোও ভুল হচ্ছে’
বুঝেনি হৃদয় তাহা !


মেঘের আড়াল হলে তুমি
হৃদয় অনুভব করে মৃত ঘাস ,
পৌষের আবডালে পাপড়ির যন্ত্রনা ,
কোনো এক পিপাসার গান !


তোমার সাজানো চিতার আগুনে
পুড়েনি আসক্তির সুক্তি
রঙ ধরেছে যেন গোলাপি মুক্তা
আমি গাঁথি যার মালা


নিভৃতে নির্জন কোণে বসে একা
বুঝিবেনা তুমি তাহা
দেখিবেনা দুই চোখ মেলে উহা
যদিও বা চোখে ধরাপড়ে
ফেলে দিবে টুকরো টুকরো করে
ছাইয়ের ভিতর কিংবা মোমের
আগুনে পুড়ে করিবে ছাই
জানি তাহা জানি
তবুও হৃদয়ে অনুভব করি
এক অন্যরকম ভালোবাসা !