পড়েন ভাই পড়েন
দুই চাইর অক্ষর যা লেহি অতো কবিতা না
হেইডা বুঝি বুঝজেন ;
তয় আপনারা জ্ঞানী গুনি মানুষ
এট্টু পড়লে মনডা ভাল লাগে
নিজেরে কবি কবি মনে অয় ।
কয়দিন আগে এক ভাই দাওয়াত দিল
এক খান কবিতা দেন
বিশেষ দিনে বই ছাপামু
খুশির চোডে দিলাম এক খান
লেহার লিংক । এহন দেহি
হেই লিংকে লেহা খুঁইজ্জা পায় নাই
কেমন কপাল পোড়া কয়ন দেহি
তয় মুই এট্টু চেষ্টা করলাম
লিংকটা দিয়া ইন্দুরের কানে চাপ দিতে
লেহাডা ভাইসসা ওডলো ,
ক্যামন মশকারা না !
হোনেন ভাই মোগো দ্যাশে একটা
কতা আছে – যের কপাল পোড়া
হেয় বিয়া বাড়ী খায় মরিচ পোড়া !


বিঃ দ্রঃ  আঞ্চলিক  / অপ্রচলিত ভাষায় লিখিত